দিনাজপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
সরাদেশে বয়ে যাওয়া তীব্র তাপমাত্রার কারণে ক্ষতির মুখে দিনাজপুরের কলা চাষিরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে কলার গাছের মাথা ভেঙে যাচ্ছে। এতে করে পরিপক্ক না হতেই কলার গাছ ভেঙে যাওয়াতে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকরা। দুই বেলা পানি দিয়েও কোন সমাধান পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্
উত্তরের জনপদ দিনাজপুর। এই জেলাতে লিচুর পাশাপাশি দিন দিন বাড়ছে কলা চাষ। গত কয়েক দিনের অতিরিক্ত তাপমাত্রার কারণে কলা গাছের মাথায় পানি কমে যাওয়াতে ভেঙে যাচ্ছে গাছ। এতে করে ক্ষতির মুখে পড়েছেন কলা বাগানিরা। দিনে দুই বেলা পানি দিয়েও কোন ফল পাচ্ছেন না তারা। পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে বিপাকে পড়তে হচ্ছে কলা বাগানের মালিকদের। জেলার অধিকাংশ কলা বাগানের একই অবস্থা। সেই সঙ্গে ভেঙে গেছে কলা চাষিদের স্বপ্ন।
দিনাজপুর জেলাতে গত ২৫ দিন থেকে ৩৫ থেকে ৪০ ডিগ্রি মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। পরিপক্ক কলা না হওয়ার কারণে বাহির থেকে পাইকাররা আসছেন না। ফলে অপরিপক্ক কলা নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। এই জেলাতে চিনিচম্মা, সাগরকলা, অগ্নীস্বর, কানাইবাসী, অনুপম, সবরীকলাসহ নানা জাতের কলা চাষ হচ্ছে।
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার কয়েকজন কলাচাষি বলেন, আগে চাষিরা বিঘা প্রতি থেকে ৫০ হাজার টাকার কলা বিক্রি করলেও বর্তমানে ২০ থেকে ২৫ হাজার টাকার কলা বিক্রি করতে পারছেন। দিনে দুই বেলা পানি দিয়েও কোন কাজ হচ্ছে না। আগের থেকে পাইকারও কমে গেছে। আমরা খুব বিপাকে রয়েছি।