অদ্য ০৪/০৯/২০২৩ খ্রি:তারিখ দুপুর ১১:৩০ ঘটিকার

অদ্য ০৪/০৯/২০২৩ খ্রি:তারিখ দুপুর ১১:৩০ ঘটিকার

দৈনিক সত্যের খোঁজে আমরা

সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এএসআই /আহসান কবির,কং/ ৭৭৪ মোঃ জসিম উদ্দীন,কং/৭২৮ মোঃ এমরান,কং/ মোঃ শাহিন,কং/৫৭৪ মিল্লাত মল্লিকসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা তালতলা লঞ্চ ঘাট থেকে ০৫ কেজি ২০০ গ্রাম গাজা সহ ১। মেহেদী মোল্লা (৩১),পিতা-দেলোয়ার মোল্লা , মাতা-কোহিনুর বেগম , সাং-হাওলাদার বাড়ি,৪নং ওয়ার্ড,সাপড়াখালী, ইউনিয়ন বহরবুনিয়া,থানা-মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাটকে ধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *