ইউনিয়নের ঐতিহ্যবাহি ভাটপাড়া ঠাকুরবাড়িতে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ঠাকুরবাড়ির জগন্নাথদেবের মন্দিরে বৃহস্পতিবার থেকেই খুলনা বিভাগের বিভিন্নজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ আসতে থাকে এবং বিভিন্ন পুজা অর্চনাসহ মনসকামনার প্রার্থনা করেন।আজ ১ লা জুলাই শুক্রবার ঠাকুরবাড়ি থেকে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের দেবতার মুর্তিকে ভক্তবৃন্দরা কাঁধে করে এনে ভাটপাড়া বাজারে অবস্থিত রথমন্দিরে চড়িয়ে বিকাল ৫ টায় অভয়নগর গ্রামে মাসী বাড়িতে যাত্রা শুরু করে।এসময় হাজার হাজার নারী পুরুষ ভক্তবৃন্দ রথযাত্রায় অংশ গ্রহণ করে।গত দুই বছর করোনার কারণে রথযাত্রা মেলা অনুষ্ঠিত না হওয়ায় এবছর ব্যাপক লোকসমাগম ঘটে। দুই একটি মোবাইল চুরি ও গলার চেইন হারিয়ে যাওয়ার খবর শোনা যায়। মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আগে থেকেই শক্তিশালী মেলা পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক বাহিনী, আইনশৃঙ্খলা কমিটি এবং প্রশাসনের লোকজন ছিল তৎপর।ডুমুরিয়া থেকে আগত একজন ভক্ত বলেন আমরা প্রতিবছর ভাটপাড়ার রথযাত্রা উৎসবে আসি।খুলনা বিভাগের মধ্যে এটি সর্ববৃহৎ মেলা এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।এসম্পর্কে মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন,মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পরিচালনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করেছিলাম। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করেছেন, তাই মেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। রথযাত্রা মেলায়আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব,অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,উপজেলা আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য আগামী ৯ জুলাই শনিবার ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হবে।