অবরোধের প্রতিবাদে মহাসড়কে নারায়ণগঞ্জ মহিলা শ্রমিক লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অবরোধের প্রতিবাদে মহাসড়কে নারায়ণগঞ্জ মহিলা শ্রমিক লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সত্যের খোঁজে আমরা

চতুর্থ দফায় ডাকা বিএনপি জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধে অগ্নিসন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগ।
সোমবার (১৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় একাত্মতা প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে জেলা শ্রমিক লীগের সভাপতি শামীম আরা লাভলীর আয়োজনে এ শান্তি সমাবেশ ও
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তামরিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো., মুজিবুর রহমান (বিএসসি), সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমীক লীগের আহ্বায়ক সামাদ ব্যাপারী, নাসিক কাউন্সিলর নুরউদ্দিন, নারী নেত্রী মনিরা সুলতানা মনি, চম্পা ভুইয়া, রুনা, সোনালী, শাহনাজ, রেনু,ফাতেমা,সুমি রোকসানাসহ আরও অনেকে।
মিছিলটি মহাসড়কের শিমরাইল চিটাগাং রোড এলাকা থেকে শুরু হয়ে মৌচাক, সানাড়পাড় হয়ে পুনরায় শিমরাইল চিটাগাং রোড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তারিখ : ১৩-১১-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *