অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় বন্দরবাসীর বহুল কাঙ্ক্ষিত চার লেন সড়ক তৈরির কাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় বন্দরবাসীর বহুল কাঙ্ক্ষিত চার লেন সড়ক তৈরির কাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

এর ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। গত ২৮ সেপ্টেম্বর থেকে এই চার লেন সড়কের কাজ শুরু হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আজিজ।

তিনি জানান, হিলি বন্দর এলাকার মহিলা কলেজ থেকে জিরো পয়েন্ট এবং হিলি চারমাথা মোড় থেকে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের গেট পর্যন্ত ২ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেন হবে। এ জন্য মহিলা কলেজ থেকে চারমাথা হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের জন্য জমি অধিগ্রহণ করতে হবে।

সওজের এই কর্মকর্তা আরও জানান, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে চার লেন সড়ক নির্মাণের প্রস্তাবিত জমির মালিকদের ৭ ধারার নোটিস দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ শেষে সওজের কাছে হস্তান্তর করা হলেই মহিলা কলেজ থেকে চারমাথা হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত চার লেন সড়কের কাজ শুরু করা হবে। আর হিলি চারমাথা মোড় থেকে হিলি পোর্ট লিংক লিমিটেডের গেট পর্যন্ত সওজের জায়গা হওয়ায় প্রায় ১০০ কিলোমিটার চার লেন সড়কের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

হিলি বন্দর এলাকার ২ দশমিক ৫৮ কিলোমিটার সড়কটি ৫০ ফিট প্রশস্ত হবে। একই সঙ্গে মজবুত ও টেকসই পদ্ধতিতে সড়কটি নির্মাণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন জানান, হিলি বন্দর এলাকায় চার লেন সড়কের কাজ শুরু হওয়ায় বন্দরবাসী তথা পৌরবাসী আনন্দিত। তাদের বহুল কাক্সিক্ষত স্বপ্ন পূরণ হতে শুরু করেছে।

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে দিনাজপুরের সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি এবং বন্দর এলাকায় শুরু হওয়া চার লেন সড়কের কাজ দেখভালও করেছি। এই সড়কের কাজ শেষ হলে বন্দর এলাকায় জলাবদ্ধতা নিরসনসহ যানজট কমে যাবে বলে আশা করছি।’

এ বিষয়ে হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন জানান, হিলি বন্দর এলাকায় চার লেন সড়ক বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই সড়ক হলে বন্দরের যানজটসহ জলাবদ্ধতা দূর হবে বলে আশা করছি।

হাকিমপুর থানা প্রতিনিধি মো:ওয়াজ কুরনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *