মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির প্রধান উপদেষ্টা ও যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডর আলী আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, অ্যাড. নাসির উদ্দিন, মফিজ উদ্দিন, হাফিজুর রহমান, শেখ তৈয়েবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা তুলে ধরে বক্তারা দাবি করেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকান্ডের বিচারকার্য পুন:তদন্ত করে মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে মাদক ও বাল্যবিবাহ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে হবে। সঠিক স্থানে ভৈরব নদ খনন ও অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি ও দালদের দৌরাত্ম বন্ধ করা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল চত্বরের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট বিক্রি ও সেবন বন্ধ করা, যানজট নিরসনে সড়কের পাশে অবৈধ দখলদার উচ্ছেদ করা, বাজার মনিটরিং জোরদার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তা সমাধানে জোর দাবি করেন বক্তারা।