জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিরামন মন্ডলের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রাজাপুরের অভিভাবক মহল। সম্প্রতি ওই শিক্ষক ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির একজন মহিলা অভিভাবকের সাথে একটি অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার প্রেক্ষিতে এই অসামাজিক শিক্ষককে আর স্কুলে দেখতে চাননা অভিভাবকেরা। ঘটনাকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একাধিক দপ্তরে অভিযোগ দাখিল হয়। এরই প্রেক্ষিতে রবিরার সকাল ১১টায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভয়নগর উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনাক্রমে ঘটনার তদন্তে আসেন একটি টিম। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিন্টু কুমার রায়ের সভাপতিত্বে তদন্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইমদাদ হোসেন ও বি.এম. রফিকুল ইসলাম, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মল্লিক, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা তপন মন্ডল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষার্থী অভিভাবক ও সুধীজন। তদন্ত কমিটি শুরুতেই অভিভাবকদের নিকট থেকে লিখিত মতামত ও পরবর্তীতে অভিভাবকদের মৌখিক বক্তব্যও লিখিত রেকর্ড করেন। এসময় তদন্ত কমিটি প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলীগণেরও লিখিত বক্তব্য সংগ্রহ করেন। পরবর্তীতে অফিসারগণ বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা তদন্ত করতে এসেছি, আপনাদের নিকট থেকে লিখিত মতামত ও মৌখিক মতামত লিপিবদ্ধ করেছি। শিগ্রই তদন্ত রিপোর্ট আমরা আমাদের উর্দ্ধতন অফিসারের কাছে জমা করবো, বাকি সিদ্ধান্ত উনিই নিবেন।