দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২২ যৌথ আয়োজনে নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা কতৃক আয়োজিত জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
ক বিভাগের কথক নৃত্যে সেরা নৃত্যশিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী রামিছা মাহবুব তথাপি।
শিশুবেলা থেকেই তথাপি ভেড়ামারা উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগীয় এবং ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্য়ায়ের নৃত্য প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করে বিভিন্ন পর্যায়ের পুরস্কার অর্জন করে খ্যাতি অর্জন করেছে।
রামিছা মাহবুব তথাপি' র বাবা মাহবুব বাপ্পী ভেড়ামারা ডাকবাংলো মার্কেটের " আবরণ ফ্যাশনের মালিক মাহবুব বাপ্পী ও মাতা শারমিন সুলতানা নওগাঁর একটি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে চাকুরীজীবি।
ভেড়ামারার ক্ষুদে, মেধাবী এ নৃত্য শিল্পী সামনের দুর্গম গিরিপথ অতিক্রম করে একদিন বাংলাদেশের সেরা নৃত্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে, সে প্রত্যাশা নিরন্তর।