মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যশোরের অভয়নগরে আনন্দ মিছিল হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শনিবার দুপর ১ টায় বের হওয়া আনন্দ মিছিলটি উপজেলা চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ আনন্দ মিছিল শেষ হয়। এর আগে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন প্রোজেক্টর এর মাধ্যমে দেখানো হয়। পদ্মা সেতুর উদ্বোধনের পর আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মলিক, জেলা পরিষদের সদস্য লায়লা খাতুন,ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল,সানা আব্দুল মান্নান, শেখ আবুল কাশেমসহ বিভিন্ন ইউপি সদস্য। এ ছাড়া বিভিন্ন শ্রেণির পেশার লোকজনও অংশ নেন এ আনন্দ মিছিলে।এছাড়া নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে পৃথকভাবে আনন্দ মিছিল বের করে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন বলেন, আজ পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য বিশাল একটি স্মরণীয় দিন। তাই আমরা আনন্দ মিছিল করেছি। এই পদ্মা সেতু নওয়াপাড়া নদী বন্দরসহ এ অঞ্চলের ২১ জেলায় ব্যাপক শিল্প বিপ্লব ঘটাবে। তিনি আরো বলেন, পদ্মা সেতুর কারনে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেকারত্ব ঘুচবে এবং অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হবে। প্রধানমন্ত্রীকে অভয়নগর উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।