আগামী কাল রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনঃসিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে শোডাউন।

আগামী কাল রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনঃ
সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে শোডাউন।

মাটি মামুনঃ

রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বাঁধভাঙ্গা উচ্ছাস আর উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা।
দলটির কেন্দ্রের নানা টানাপোড়েনে রংপুরকে জাতীয় পার্টির ঘাটি এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এই সম্মেলন টনিক হিসেবে কাজ করবে বলে দাবি করেছেন জ্যেষ্ঠনেতারা।
আগামী কাল মঙ্গলবার ( ২৫ অক্টোবর) রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন।
এই সম্মেলন সফল করতে নগরীর ৩৩ টি ওয়ার্ডে চলছে নেতাকর্মীদের দিনরাতের কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডের অলিগলিতে সাটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার।
পার্টি অফিস চত্বর গভীর রাত পর্যন্ত থাকছে নেতাকর্মীদের পদচারণায় ঠাসা।
মূলদল ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা সম্মেলন উপলক্ষে উজ্জীবিত।
সম্মেলন স্থল রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ সাজানো হয়েছে লাঙ্গলের আদলে মঞ্চ গেট।
সকল প্রচারনাতেও আনা হয়েছে লাঙ্গলের আদল।
পুরো নগরীজুড়ে চলছে সাজসাজ রব।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন জানান, রংপুরকে জাতীয় পার্টির ঘাটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ নিয়ে আমাদের এই সম্মেলন।
তিনি জানান, সম্মেলন সফল করতে প্রতিদিনই নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে করা হয়েছে বিশাল কলেবরে প্রচার মিছিল।
হাজার হাজার মানুষ অংশ গ্রহন করছেন তাতে।
পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।
সম্মেলনের দিন ৩৩টি ওয়ার্ড এবং ১৯২ টি নির্বাচনী সেন্টার থেকে মিছিল আসবে পাবলিক লাইব্রেরী মাঠে। পুরো নগরী হবে মিছিলের নগরী।
এজন্য সকল ধরণের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।

সম্মেলন প্রসঙ্গে জাতীয পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির জানান, আমরা এই সম্মেলন থেকে জাপার দুর্গ রংপুর এবং রংপুরের সকল নেতাকর্মী জিএম কাদেরের উপর আস্থাশীল সেই ম্যাসেজ দিতে চাই।
এছাড়াও যেহেতু সামনে সিটি নির্বাচন। এই নির্বাচনে লাঙ্গলের প্রার্থী হিসেবে মোস্তফাকে আবারও মনোনয়ন দেয়া হয়েছে। যেহেতু নির্বাচনকালীন সময়ে শোডাউনের কোন সুযোগ নেই। সেজন্য মূলত এই সম্মেলন হচ্ছে আমাদের শক্তির একটা মহড়া প্রদর্শন।
এবং এই সম্মেলনে থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই গুরুত্বপূর্ন নির্দেশনা আসবে।

সম্মেলন প্রসঙ্গে দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, কেন্দ্রীয় জাতীয় পার্টিতে এখন যা চলছে।
এটা নতুন কিছু নয়। নির্বাচন আাসার আগে এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি।
কেন্দ্রে যেহেতু একটা টানাপোড়ের চলছে সেকারণে জাপার দুর্গ হিসেবে জিএম কাদেরের ওপর যে সর্বাত্মক আস্থা আছে এবং যেহেতু আমাদের মেয়াদও উর্ত্তীন হয়েছে সেকারণেই সম্মেলন উপলক্ষে আমরা আস্থার শোডাউন দিতে চাই।
এর মাধ্যমে আমরা আবারও বলতে চাই জাতীয় পার্টি রংপুরে আগের চেয়ে আরও শক্তিশালী।
কোন এজেন্ট কিংবা মীরজাফর জাতীয় পার্টিকে ভাগতে চাইলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার ম্যাসেজও এই সম্মেলন থেকে দিতে চাই।
এছাড়াও আমার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে যেহেতু দল মনোনয়ন দিয়েছে, তারও আনুষ্ঠানিক প্রচারণাও এই সম্মেলন থেকে শুরু হবে।
তিনি জানান, অর্ধলাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার সকল প্রস্তুতি সম্মেলন প্রস্তুত কমিটি গ্রহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *