বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটির পক্ষে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৫ সেপ্টেম্বর রবিবার জাতীয় সংসদের মাননীয় হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহাবুব আরা গিনি এমপি’র দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি জননেতা আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক জননেতা বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল এর নেতৃত্বে জেলা, উপজেলা, পৌর শাখা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত হয়ে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের পক্ষ হতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের এসময় নবগঠিত কমিটির সভাপতি জননেতা আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক জননেতা বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক মন্ডল আগামীদিনে সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের লক্ষ নিয়ে ঐকবদ্ধতার ধারাবাহিকতা রক্ষায় অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গাইবান্ধা :পুতিনিধি