বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলেছেন, ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে চলতি অক্টোবর মাসের ৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশব্যাপী ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এসময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিনিময় ও ক্রয় বিক্রয় সম্পুর্ণ নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটালে জেল জরিমানার বিধান রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ইলিশের আয়ুষ্কাল ৫ থেকে ৭ বছর। এরা ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করতে পারে। ইলিশ মাছ ১ থেকে ২ বছরের মধ্যে পরিপক্ক হয়। ইলিশ মাছ সারা বছরই কম বেশি ডিম দিয়। তবে সেপ্টেম্বর – অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। একটি পরিপক্ক মা ইলিশ সর্বোচ্চ ২৩ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে। ডিম থেকে জাটকা তৈরি হয়। জাটকাই আগামী দিনের ইলিশ।
সারা পৃথিবীতে উৎপাদিত ইলিশের ৮০ ভাগই বাংলাদেশের। ইলিশ আমাদের অহংকার। বাংলাদেশে এখন ইলিশ উৎপাদনের পরিমাণ ৫ লক্ষ ৬৫ হাজার মে. টন যার বাজার মুল্য প্রায় ৬০ হাজার কোটি টাকা (১০০০টাকা/ কেজি হিসেবে)।
তাই আসুন, সবাই মিলে ইলিশের অবাধ প্রজননের সুযোগ নিশ্চিত করি। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করি।
(ছবিঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর গবেষক দল কর্তৃক বরিশালের কালাবদর নদী থেকে চলতি সপ্তাহে সংগৃহিত নমুনা)