ডাকে গণভবনে এসেছেন। চলছে মিটিং, সাথে আছেন মাশরাফি ও পাপন। মূলত মাশরাফিকে দিয়েই তামিমকে ডাকিয়েছেন প্রধানমন্ত্রী।©
আমরা চাই তামিম ইকবাল ফিরে আসুক এবং মাশরাফিকেও বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত করা হোক। সেটা হতে পারে দলের মেন্টর অথবা বোলিং কোচ বা পরামর্শক অথবা বিসিবি বোর্ড প্রধান হিসেবে।
তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ স্বপ্নের বিশ্বকাপটা ভারত বিশ্বকাপেই নিজেদের করে নিতে পারে।