মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে কে বি সি সংলগ্ন সেলফী বাস আর কভার ভ্যান এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেলফী গাড়ির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়। এবং অন্যান্য আরো 20 থেকে 25 জন যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় ঢাকা-আরিচা মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে তার 90 শতাংশ দুর্ঘটনায় সেলফী গাড়ির জন্য হচ্ছে। সকলের দাবি ঢাকা-আরিচা মহাসড়কের এই সেলফী গাড়িগুলো তুলে নেওয়া হোক। হয়তোবা তুলে নিলে দুর্ঘটনা কমে যাবে।ঢাকা থেকে আরিচা পর্যন্ত এই সেলফী গাড়ি কত যে প্রাণ কেড়ে নিয়েছে তার শেষ নেই বিষয়টি পরিবহন মালিক সমিতির আমলে নেওয়া হোক।