ঈদ বস্ত্র বিতরণ করেন আওয়ামীলীগ নেতা শফিক শিকদার।
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে দুই হাজার অসহায়,শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
“শেখ হাসিনার বাংলাদেশ”ক্ষুধা হবে নিরুদ্দেশ,স্লোগানে আর নারী পুরুষ সমতায় এবং ঈদের আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে,বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম (শফিক) সিকদার ,অসহায় ছিন্ন মূল পরিবারের মাঝে ১ই মে রবিবার ১০ ঘটিকায় অনানুষ্ঠানিক ভাবে তার নিজ বাড়িতে সাস্থ্য বিধি বজায় রেখে দুই হাজার পরিবারের প্রধানকে ঈদ বস্ত্র বিতরন করেন।
জনাব শফিকুল ইসলাম (শফিক) সিকদার বলেন,
আমার ইউনিয়নের অনেক মানুষের এই মুহুর্তে ঈদ বস্ত্র ক্রয় করার সামর্থ্য তাদের নেই।তাই আমি এইসব দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটানোর আশায় তাদের হাতে ঈদ বস্ত্র তুলে দিতে পারায় নিজেকে ধন্য মনে করছি।