৬ঃ৩০ মিনিটে বাংলাদেশ বিমানে করে ওমরাহ্ করার জন্য আল্লাহর ঘর ক্বাবা শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছি।যেহেতু সরাসরি মক্কা তে যাবো তাই এহরামের কাপড় পরেই বিমানে উঠতে হবে, আপাতত বিমানবন্দরে অপেক্ষা করছি।
আমার অবর্তমানে Health Revolution এর সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে, ওখানে ৭ জন ডাক্তার নিয়মিত বিনামূল্যে রোগীদের পরামর্শ দেবেন, এবং Ultimate Organic Life এর সকল কার্যক্রমও আগের মত বহাল থাকবে, তবে আমি আসা পর্যন্ত General Free Counselling বন্ধ থাকবে, কিন্তু যে কেউ যথাযথ নিয়ম ফলো করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
আমি মূলত ইবাদতরে উদ্দেশ্যেই ওমরাহ্ করতে যাচ্ছি তাই যথাসম্ভব ইবাদতে আত্ননিয়োগ করবো বিধায় সবার সাথে ওভাবে দেখা করতে পারবো না বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, তবে অনেকের সাথে এমনিতেই দেখা হবে সেটা মহান আল্লাহ পাকের ইচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুন এবং ওনার রহমতের ছায়ায় স্থান দিন, আমীন।