আপনারা কি জানেন,

আপনারা কি জানেন,

এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার কোনটা ⁉️🤔
বাংলাদেশের সর্ব বৃহৎ আম বাজার কোনটা ⁉️

🥭🥭প্রথমেই বলে রাখা ভালো যে আমের রাজধানী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ❤️❤️

অনেকেই ভুল করেন।অনেকের ভুল ধারনা আছে যে আমের রাজধানী রাজশাহী বা নওগাঁ 😢।[বিশ্বাস না হলে উইকিপিডিয়া চেক করে নিবেন😊]

পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল হলোঃ আম🥰।

আর এই আমের জন্যই একটি বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। বাংলাদেশের সর্ববৃহৎ আম বাজার হলোঃ চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন ❤️। এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার।

কানসাটের পূর্ববর্তী নাম ছিল কংসহট্ট। এই কানসাটে অবস্থিত কানসাট রাজবাড়ি যেটি স্থানীয়দের মাঝে কুঁজো রাজার বাড়ি বলে পরিচিত। এই রাজার কয়েকশো বছরের পুরনো একটি আম বাগান রয়েছে যেটি ‘কানসাট রাজার বাগান’ বলে পরিচিত।

কানসাট বাজার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ২৩কিলোমিটার দূরে কানসাটএ অবস্থিত।।এখানে প্রতিদিন প্রায় ১৫-২০ কোটি টাকার আম বিক্রি হয়😍।

আর সকাল বেলা থেকে দূপুর বেলা পর্যন্ত এখানে কাঁচা আম ও বিকাল তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি হয় পাকা আম❤️।

কানসাট আমের বাজারে গেলে আম কিনেন আর না কিনেন দেখেই চোখ জুড়ে যাবে।আর আমের মিস্টি গন্ধ ❤️।।আহা কি সুন্দর ❗❗

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *