আপনার জমি ঝামেলামুক্ত রাখতে নিম্নলিখিত পেপার সংগ্রহে রাখুন।

আপনার জমি ঝামেলামুক্ত রাখতে নিম্নলিখিত পেপার সংগ্রহে রাখুন।

সত্যের খোঁজে আমরা


১। দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন।
২। নামজারী না থাকলে অতিদ্রুত জমির নামজারী সম্পূর্ণ করুন।
৩। জমির খাজনা হালনাগাদ করুন।
৪। পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন।
৫। জমির সীমানার আইল নির্ধারন করে রাখুন।
৬। আপনার জমি দখলে রাখুন।
৭। ইজমালি ও পৈত্রিক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে বন্টন নামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারী করে রাখুন।
৮। আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যেতে পারে বা মামলায় পড়তে পারেন।
৯। একাধিক দাগে জমি কিন্তু ভোগ-দখল একদাগে এর একটি রেজিষ্ট্রি দলিল প্রয়োজন।
১০। যাদের জমির দলিল/কাগজ পত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন-মানসিকতা প্রস্তুত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *