এবার বাংলাদেশের আফনান সাঈফ’র গান কম্পোজিশন করছেন টলিউডের জনপ্রিয় সঙ্গিত পরিচালক স্টুডিও ন্যায়নাজ’র বাবিন। ‘মন বেচারা’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন আফনান সাঈফ ও কলকাতায় জনপ্রিয় শিল্পি প্রজুড়ী ঘোষ। এছাড়াও তাদের দুইজন বেশ কয়েকটি গানের জুটি বেঁধে যাচ্ছেন।
ভিডিও নির্মান করছেন টলিউডের জনপ্রিয় জনপ্রিয় পরিচালক সমির সিংহ। খুবই শ্রীঘ্রই গানের শুটিং শুরু হবে ভারতের কাস্মীরে মনোরম লোকেশনে। এর আগে আফনান সাঈফ’র “বেপরোয়া মন” গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। টলিউড’র তরুণ জনপ্রিয় নির্মাতা সামির সিংহ নির্মাণে মডেল হিসেবে ছিলেন কলকতার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিংহা রয় ও অভিনেতা এস ডি মন্ডল। জানা গেছে নতুন এই গানটির ভিডিও নির্মান করবেন টলিউড’র সামির সিংহা রায়। এতে মডেল হিসেবে কাজ করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা।
আফনান সাঈফ বলেন আগামীতে আরো ভালো গান দিয়ে আসছেন জনপ্রিয় দর্শকদের জন্য। আশাকরি আমার গানের মাধ্যমে দর্শকদের মন সহজে জয় করা যাবে। এবং শ্রোতা দর্শকের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। খুবই শ্রীঘ্রই ফিল্মেও প্লেব্যাক করছেন।