আপনারা এত মেরুদণ্ডহীনভাবে চলাফেরা করেন কেমনে ! গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ সাহেবের জানাযা ভিডিওটি দেখেন,কিছু বুঝলেন?
যে ইমাম জানাজার নামাজ পড়ালেন উনি মহিলাসহ কিভাবে নামাজে দাড়ালেন ? ওনি কি পিছনে মহিলা দাঁড়ালো এটা দেখেনি ? উনি তো দেখছি পিছনে থাকিয়ে মহিলাদেরকে কি জানি বলছেন হয়তো ঠিকঠাক মতো দাঁড়িয়েছে কিনা জিজ্ঞাস করছেন। হুজুর দেখি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসাম্প্রদায়িক চেতনার জানাজা কায়েম করে ফেললেন।
একজন কে দেখছি মহিলার পাশে দাঁড়িয়েছেন নামাজ পড়তে উনার হাতের কোনই কোন জায়গায় । হুজুর আপনারা টুপি জুব্বা পড়ে,বাংলাদেশের মধ্যে ইসলাম কে আর কত প্রশ্নবিদ্ধ করবেন, ইসলামকে আর কত হাসির পাত্র বানাবেন? আপনার একটি ভুলের জন্য বাংলাদেশের হাজার হাজার ধর্মপ্রাণ হুজুরদেরকে প্রশ্নের সম্মুখীন করলেন ?