পারে।।
সুখ শয়ন স্বপনে, বসে মন হৃদাসনে
দরশন ভুলালে আমারে
সেই অবধি আমার প্রাণে, ঘরে যেতে বাইরে টানে গো
কি টোনা করিলা বন্ধু মোরে।।
রুপ তোমার অপরুপ, যেই রুপেতে সর্বরুপ
স্বরুপে থাকো রুপের ঘরে,
আমার সেই রুপে ভুলিল আঁখি,
আমারে বিরুপে রাখি ফাঁকি দিয়ে
ফিরো আড়ে আড়ে।।
তোমার অদর্শনে বারি আনিবারি,
এই বারি নিবারি কেমন করে।
আমি অগাধ জলে ঝম্প দিবো
নয় অনলে প্রবেশিবো গো, যদি বন্ধু না দেখি তোমারে।।
এবে সে বুঝিনু আমি নিমায়া নিঠুর তুমি,
দয়া নাই তোমারি শরীরে ,
রমেশ কয় প্রাণো সখা একটুখানি দিয়ে দেখা গো
যাহা ইচ্ছা তাহা করো মোরে ।। 🧡🙏