এমন পি মানে পার্লামেন্ট অফ মেম্বার,অর্থ মহান জাতীয় সংসদের আইন প্রণেতা,ওর কত বড় সাহস! গুলশানের মত যায়গায় এসেছে নির্বাচন করতে।গায়ে মানে না নিজে মোরল ।যেখানে বসবাস করে বাংলাদেশের হায়ারলি সোসাইটির ব্যক্তিবর্গ। রবীন্দ্র ও নজরুল সংগীত কে বিকৃতি করে উপস্থাপন করা, কুরুচিপূর্ণ বেবোধ এবং সামাজিক প্রতিবন্ধী টিকটকার হিরো আলম এমপি ইলেকশন করাএটা সম্পূর্ণরূপে জাতীয় সংসদ এবং দেশের বুদ্ধিজীবী ও সুশীল সমাজকে হেউপ্রতিপন্ন এবং বরাবর একটা বেয়াদবি ও নোংরামি ছাড়া আর কিছুইনা। আরেকজন বেয়াদব আছে, নুরুল হক নুর ও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,বাবা মা কি আদর্শ শিখিয়েছেন বা বিশ্ববিদ্যালয় লেখা পড়া করে কি আদর্শ অর্জন করেছেন তা আমার জানা নাই? দেশরত্ন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং মানহানি করে কথা বলে এটা মেনে নেওয়ার মতোনা। আমি ঊর্ধ্বতনও কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আমি সিটি কর্পোরেশন বা পৌরসভায় বসবাস করি, তাই বলে আমি খোলা পায়খানা ব্যবহার করতে পারব না, কারণ আমি আমার জায়গায় এমন কিছু করা যাবে না, যা জনসাধারণের ক্ষতিসাধন হয়, আমি বুঝাতে চেয়েছি, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ তাই বলে যে সে যা ইচ্ছা তাই করবে, এমনটা আমরা সুশীল সমাজ মেনে নিব না আর মেনে নিতে পারি না। আমি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি , এই সমস্ত বর্তমান সমাজের কীট পতঙ্গ বেবোধ বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলোকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।।