আমিই মাওলা (তোমাদের অভিভাবক)আমিই মাহদী (আমিই হেদায়ত কারী)

আমিই মাওলা (তোমাদের অভিভাবক)আমিই মাহদী (আমিই হেদায়ত কারী)


আমিই খিজির (অর্থাৎ আমার মধ্যে খিজির (আঃ )
এর গুনাবলি বিদ্যাবান)। আমি স্রষ্টার গুনে গুনান্বিত তাই প্রকৃতির মত উদার নীরব।

কালামেঃ পীরানে পীর ইমামুল আউলিয়া মাওলায়ে রাহমান মাজহারে নূরে খোদা গাউসুল আজম মাওলানা ছৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী কেবলা কাবা।

★ উনি জালালিয়তের সম্রাট, ইয়েমেন দেশের (আরশের) অধিবাসী। রূহ জগতে ভ্রমণকারী। উনাকে আদব করিও৷ তোমাদের জাগতিক ও আধ্যাত্মিক সকল কিছুর শুরু এবং শেষ উনার হাতেই ন্যাস্ত,

কালামেঃ ইমামুল আউলিয়া হযরত গাউসুল আজম মাওলানা সৈয়দ আহম্মদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)।

✪ নিঃসন্দেহে খোদায়ী (আল্লাহ সুবহানাহুতা’লার)
নূরের প্রকাশহ্বল গাউসুল আজম গোলামুর রহমান বাবাভান্ডারী কেবলা কাবা।

~ কিতাবুল দেওয়ানে আজিজ 🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *