হাজারও ফুলের পাপড়ি ছড়িয়ে আরও শুভেচ্ছা জানাই। আপনি সকলের প্রিয় পাত্র শ্রদ্ধেয় বড়ো ভাই।
ফুলের মত হোক জীবন আপনার,কর্ম গুনে হন মহৎ। সাংবাদিক জীবনে শীর্ষে থাকুন,দূর হোক যত অসৎ।
চলতে থাকুন সামনের পথে,পায়ে দলিয়ে যত অন্যায়।আসুক যত বাঁধা বিঘ্ন, তবুও হাল ধরি ন্যায়।
সুস্থ দেহে সুস্থ মনে দায়িত্ব পালন করুন।আল্লাহর কাছে এই দোয়া করি, সর্বদা ভালো থাকুন।
এমনি ভাবে প্রতিটি সকাল আপনার জীবনে আসুক।ফুল ও পাপিয়ার মধুর গুন্জনে আপনার বাগানটি ভরে উঠুক।
Good Morning. এই সকালে আপনাকে দিলাম কবিতা উপহার।নাম দিলাম " শুভেচ্ছা " যদি ভালো লাগে পেপারিং করতে পারেন।