মায়ের জন্য চাল কিনতে শহরে এসেছে ৫ বছরের
ঘরে অসুস্থ মা। কয়েকদিন যাবত ইফতারে মাকে পানি ছাড়া আর কিছুই খেতে দেখেনি ৫ বছরের ছোট্ট আরিয়ান। স্কুল থেকে ফিরে দুপুরে কিছু খাওয়া হয়নি। মাকে না জানিয়ে দুই আটি শাক তুলে একাই বিক্রি করতে শহরে চলে আসে। এই শাক বিক্রি করে মায়ের জন্য চাল কিনতে চায় সে।