খাগড়াছড়ি প্রতিনিধি
বার বার আশ্বাস পেয়ে যাচ্ছেন তিনি কিন্তু ঘর পাচ্ছেন না, বলছি খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কাজীপাড়া এলাকায় খুপরি ঘরে বসবাস করা হাসিনা বেগম এর কথা।
মূলত হাসিনা বেগমের স্বামী (মনা কাজী'র) নামেই কিন্তু কাজীপাড়া নামকরণ করা হয়েছিল। আজ সে হাসিনা বেগম ই গৃহহীন,
আর কতটা অসহায় হলে ঘর পাবে এই নারী বলতে পারবেন কেউ। পরিবারের তার এক মেয়ে সে বিয়ে ও করে অন্যত্রে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন।
১৫ বছর ধরে এখানে সেখানে নিজেই খুপরি ঘর তৈরি করে সে ঘরে বসবাস করে আসছেন এই নারী। বর্তমানে হাসিনা বেগম তার ননদের স্বামী মৃত সুরুজ মিয়ার রেজিষ্ট্রিকৃত যায়গায় এই খুপরি ঘর দিয়ে সে ঘরে একাই বসবাস করছেন ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি ঘর দাবী করেছেন এই নারী,
এবং তিনি আরো বলেন মনে আজ আমার কাছে টাকা নাই বলে হয়তো একটি ঘর পাচ্ছি না।
কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা পাচ্ছেন এই সরকারী ঘর গুলো।
আজ যদি আমার একটা ছেলে সন্তান থাকতো হয়তো বা আমিও একটি ঘর কিনে নিতে পারতাম।