কাফরুলের আগারগাঁওয়ে নাক কান গলা ইনস্টিটিউটের মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহে করতে গেলে ডিবিসির স্টাফ রিপোর্টার সাইফুল জুয়েল ও সিনিয়র চিত্র সাংবাদিক আজাদ আহমেদের ওপর ঠিকাদার ভিক্টর ট্রেনিং করপোরেশনের মালিক কাওসার ভুঁইয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে।
এ সময় তাদের জিম্মি করে ক্যামেরার সকল ফুটেজ ডিলিট করাতে বাধ্য করে। পরে ক্যামেরা ফেরত চাইলে ১০/১২ জন সন্ত্রাসী জুয়েল ও আজাদকে এলাপাতাড়ি মারধর করে। মারাত্মক আহত দুইজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ করা হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলার সত্যের খোজে আবরা দৈনিক পএিকা পক্ষ থেকে নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।