সত্যের খোঁজে আমরা ভোলা
যিনি অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। ভোলা মানুষের আপনজন দুঃখ সুখের সাথী। ভোলাবাসীর গর্ব একজন নিরহংকার গরীব-অসহায় ও মেহনতি মানুষের পরম বন্ধু । "জননেতা'
জনাব আলহাজ্ব আলী আজম মুকুল এম পি মহোদয় ১১৬-ভোলা-২,
তিনি আজ"বোরহানউদ্দিন কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আমার অত্যন্ত স্নেহের মাহামুদুল হাসান বাপ্পীর ছোট ভাই
আবদুল্লাহ আল মারুফ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। সদ্য ইন্টারমেডিয়েট শেষ করা টগবগে এই তরুনের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়েছি।
মারুফের জন্য সবাই দোয়া করবেন,
যেন সে সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে এসে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।