একটু একটু করে ইউরো কোচ অপারেটরটি দক্ষিণাঞ্চলে আস্থাভাজন একটি অপারেটর হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করেছে ।। তারাই সবার আগে দক্ষিনাঞ্চলে যাএীদের জন্য আরামদায়ক স্লিপার কোচ বাস সার্ভিস চালু করে (( ঢাকা -- বরিশাল -- পটুয়াখালী -- কুয়াকাটা )) রুটে ।।
ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ১৩/০৪/২০২৩ তারিখ থেকে বরগুনা রুটেও ইউরো কোচের সার্ভিস চালু হতে যাচ্ছে ।। হয়তো তারাও স্লিপার ,, নন এসি বাসের সার্ভিস পাবে ।। পেতে যাচ্ছে নতুন কিছু ।। খুব শীঘ্রই (( ঢাকা -- বরিশাল -- বরগুনা )) রুটের যাত্রীদের জন্য ১৩/০৪/২০২৩ তারিখ আসতে চলেছে নতুন চমক ।। অপেক্ষায় থাকুন ।।
অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল প্রিয় ইউরো কোচ সার্ভিসকে দক্ষিনাঞ্চলের রুটটিকে চাঙ্গা করে তোলার জন্য EURO COACH ।।