বগুড়ার ধুনটে হিন্দু ধর্ম ত্যাগ করে এক পরিবারের
৫জন ইসলাম ধর্ম গ্রহন
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দিলিপ চন্দ্র দেবনাথের পরিবারের ৫ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে।
দিলিপ চন্দ্র দেবনাথ জানান, আমি ব্যক্তিগত ভাবে সনাতন (হিন্দু) ধর্মের পুরান,বেদ ইত্যাদি পাঠ করি। পাশাপাশী ইসলাম ধর্মের কুরআন হাদিস এবং নবী ও রাসুলের বানী বিভিন্ন কিতাব পাঠ ও পর্যালোচনা করি। এতে আল্লাহর একত্ববাদ ও তার প্রেরিত রাসুল এবং পবিত্র কোনআনের প্রতি গভীর বিস্বাস স্থাপন করিয়া ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই। এরপর পুর্ব পুরুষের হিন্দু (সনাতন) ধর্ম পরিত্যাগ করিয়া একজন মাওলানার নিকট পবিত্র কলেমা পাঠ করে আমি ও আমার স্ত্রী এবং তিন ছেলে ইসলাম ধর্ম গ্রহন করিয়াছি। আমরা গত (৮ই মে) রোববার বগুড়া নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে এফিডেভিটে মাধ্যমে দিলিপ চন্দ্রের পরিবর্তে দেলোয়ার হোসেন, স্ত্রী ঝরনা রানীর পরিবর্তে হাফেজা খাতুন, তিন ছেলে সুমন চন্দ্রের পরিবর্তে সুমন ইসলাম, দোলাল চন্দ্রের পরিবর্তে সোহেল রানা ও মদন কুমারের পরিবর্তে জুয়েল রানা হিন্দু ধর্মের নাম পরিবর্তন করে ইসলামী নাম ঘোষনা করিয়াছি। এবিষয়ে দিলিপ চন্দ্র বর্তমান নাম দেলোয়ার হোসেন বলেন, আমি সহ পরিবাবের সদস্যরা স্বেচ্ছায় স্বজ্ঞানে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করিয়াছি।