আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত

আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ১৪দলীয় জোটের আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জোটের শরিক সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এছাড়া জোটের প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট করবে বলে জানান তিনি। রোববার (১০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সংসদ ভবনের ‘এ’ ব্লকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে রাত ৯টায় শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাব্যাপী।
বৈঠক শেষে বেরিয়ে এসে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দলভিত্তিক চাহিদাপত্র তুলে দেওয়া হয়েছে, দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আসন ভাগাভাগি।

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক , মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, হাসানুল হক ইনু, শিরীন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বশর, ড. শাহাদাত হোসেন, শেখ শহীদুল ইসলাম, এস কে সিকদার, রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *