মানুষগুলোই আমার ভালো থাকাটাকে কেড়ে নিয়েছে। জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কোনদিনও বুঝা যায় না।
অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলোই লাইফে বেশি ঠকে। জীবনে তো অনেক পাগল দেখলাম, কিন্তু আমার জন্য পাগল এমন কাউকে দেখলাম না।অন্যদের মতো অভিনয় করতে পারি না,যতটুকু ভালোবাসি ততটুকুই মন থেকে। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে যেত,তাহলে হৃদয়ের যন্ত্রণা গুলো এত ভারী হয়ে উঠতো না। কারোর অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজের মনটাকে শক্ত করো।
আর নিজেকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করো, তোমাকে অবহেলা করা মানুষগুলোই যেন এক সময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে।
স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মানুষের সংখ্যাই বেশি। বোকার মত কেন আত্মহত্যা করতে চাও? মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার মুল্য নাই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন।
দুনিয়া হল কাজের জায়গা, ঘুমানোর জন্য কবর, আর খেলাধুলার জন্য জান্নাত। মায়া বাড়িয়ে লাভ কি? একদিন তো নিজেই থাকবো না। কিছু মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে যায়। মানুষ স্বাভাবিক ভাবেই অকৃতজ্ঞ স্বার্থপর। তুমি যাদের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এবং অর্থ দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন।একদিন তারাই তোমাকে মারার জন্য উঠে পড়ে লাগবে।
মন খারাপ করতে নেই, কেউ এসে মন ভালো করে দিয়ে যাবে না। বরং নিজের কাঁধে নিজেকেই হাত রেখে বুঝিয়ে দিতে হয়। দিন শেষে সবাই একা, একাকীত্ব সুন্দর হয়।অন্যকে গুরুত্ব দিও, তবে নিজেকে সস্তা করে নয়। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো শত্রু কখনো বন্ধু হয় না। তুমি নিজে ভালো থাকো, নিজের কাছে সৎ থাকো, অবশ্যই তোমার জীবনে ভালো কিছু ঘটবে।
২/১বার ঠকে যাওয়া বা পতারিত হয়ে যাওয়া মানেই জীবনের শেষ নয়।জীবনে ব্যর্থতা থাকা উচিত,এটাও এক ধরনের শিক্ষা। ব্যর্থতা আছে বলেই সফলতার এত দাম। যে সম্পর্ক তৈরি হয় লোভে,সেই সম্পর্ক ভেঙে ক্ষোবে।লোকের কাজ হয়ে গেলে, লোকে আর পাত্তা দেয়না।টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। যাকে বিশ্বাস করার দরকার তাকে কেউ বিশ্বাস করে না।
মানুষ বিশ্বাস করে বিশ্বাসঘাতক কে।
মুখে মুখে সবাই আপন কিন্তু মনে মনে নয়। বর্তমান যুগটাই এমন, যাকে যত দাম দিবে, তার অহংকার ততই বেড়ে যাবে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। উচিত কথা বলা মানুষ গুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। খুত সবার মধ্যেই থাকে,কিন্তুু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়।
জীবনে খারাপ সময়টা খুব দরকার,না হলে মুখোশ পরা বেইমান গুলোকে চেনা যায় না। পৃথিবীতে কি আছে তোমার? সময় ভালো থাকলে সবাই আছে,আর সময় খারাপ থাকলে কেউ নেই।হয়তো একটু দেরিতে বুঝেছি
তবে ভালো ভাবে বুঝতে পেরেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা পর্যন্ত বলে না। জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলতে হবে।
১) কম কথা বলা, ২) কানে কম শোনা, ৩) রাগ কম দেখানো, ৪) মানুষকে আপন কম ভাবা, ৫) যত বোকা মানুষ হবে ততই সুখে থাকবে। পৃথিবীর সব চেয়ে ভয়ংকর প্রাণী হলো মানুষ।এরা নিজেদের সার্থে সব কিছু করতে পারে।