প্রতিনিধি৷
আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমিএকজন কুয়েত প্রবাসী আমি করোনার সময় দেশে এসে আর যেতে পারি নাই তাই পিরোজপুর সদর থানা শংকর পয়সা ইউনিয়ন বাদুরা গ্রামে একটি গ্যারেজ করেছিস চার্জের একই গ্রামের সবুজ শেখ আমার কাছে 50 হাজার টাকা চাঁদা চেয়েছে ২৭/৩/২০২২/তারিখ মাগরিবের পরে আমি অস্বীকার করায় আমাকে রাত 11 টা 20 মিনিটে গ্যারেজ এর ভিতর ঢুকে ওরা তিন ভাই সবুজ শেখ মাফুজ শেখ ও মাসুদ শেখ আমাকে পিঠে হাত ভেঙে দিয়েছে আমার বাম হাত টা দুইটা ভাঙ্গা দিয়েছে আমি দেশবাসীর এবং প্রশাসনের কাছে চাঁদাবাজের বিচার দাবি করছি আমি বর্তমানে খুলনা চিকিৎসাধীন আছি আমি পিরোজপুর বাসী সবার কাছে বিচার দাবি করছি এবং চাদাবাজ তিন ভাইয়ের বিচারের দাবি জানাচ্ছি