করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে পরে। প্রভাসী ভাইরা এড়িয়ে যাবেন না দয়া করুন😥
ফরিদপুরের গোয়ালন্দ থানার দরিদ্র বেন চালক কিরন মিয়ার স্ত্রী গত ২৮ ই জুন তিনটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। তিনটি বাচ্চাকেই বুকের দুধ খাওয়ানোর কারনে বাচ্চাগুলো পুষ্টিহীনতার করনে খিচুনী, নিউমুনিয়ায় ভুগছে,ডাক্তার বলেছে মায়ের দুধের পাশাপাশি ফারমার্সী থেকে দুধ কিনে খাওয়াতে,,কিরন মিয়া বেন চালিয়ে কিছু টাকা দার করে হসপিটালের খরচ সহ বাচ্চাদের দুধ কিনা, বৃদ্ধ বাবা – মার চিকিৎসা দেখাশুনা করছিলো কোনো রকম, গত ২২ ই জুলাই কিরন মিয়ার বেন টি এক্সিডেন্ট করে সব শেষ, (একেই হয়তো বলে মরার ওপর খারা😥😥😥)
গত কয়েকদিন যাবত খুবই মানবেতর জীবন যাপন করছে পরিবারটি, ১ থেকে দেড় মাস বয়সের বাচ্চাদের টাকার অভাবে ভাতের মার খাওয়াচ্ছে 😥 😥,
তাই এই পোষ্ট যারাই দেখবেন দয়া করে
যে যা পারবেন তাই দিয়ে সাহায্য করুন বাচ্চাগুলোর মাসুম চেহারার দিকে তাকিয়ে
মহান আল্লাহ তায়ালার উপর ভরসা রেখে ১০০,২০০,৩০০,৫০০,১০০০,২০০০,আমরা যে যা পারি তাই দানের নিয়তে দিয়ে অসহায় পারিবারটার পাশে দাড়াই , আর যদি কোনো রিদয়বান ভাই কিরন মিয়াকে একটা বেন কিনে দেন তাহলে পরিবারটি আর মানুষের কাছে হাত পাততে হবে না 😥 কেয়ামতের দিন এই সামান্য দান আমাদের নাজাতের উছিলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ।
আল্লাহ এই বাচ্চাদের আহারের ফয়সালা দান করুন ।
যোগাযোগ ও সহোযোগিতা পাঠাতে
বাচ্চাদের পিতা ( কিরন মিয়া) নাম্বার,
বিকাশ পারসোনাল নাম্বার (০১৮২৭৬৮৩০৪৯)
নগদ পারসোনাল নাম্বার (০১৮২৭৬৮৩০৪৯)