ইউক্রেন সীমান্তে রাশিয়ার রণপ্রস্তুতি, পুতিনকে বাইডেনের ফোন

ইউক্রেন সীমান্তে রাশিয়ার রণপ্রস্তুতি, পুতিনকে বাইডেনের ফোন

জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনছবি: এএফপি

ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবারের ওই টেলিফোনে বাইডেন ইউক্রেনের সঙ্গে উত্তেজনা নিরসনের জন্য চাপ দেন। এ ছাড়া পুতিনের সঙ্গে তৃতীয় কোনো দেশে সাক্ষাতেরও প্রস্তাব করেন তিনি।

সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সীমান্ত এলাকায় ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এই সেনা সমাবেশ ২০১৪ সালের পর এ পর্যন্ত সর্বোচ্চ। ২০১৪ সালের ওই সেনা সমাবেশের পর ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ের মধ্যেই ক্রিমিয়া ছিনিয়ে নেয় রাশিয়া। এবার অবশ্য রাশিয়া দাবি করেছে, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর হুমকি মোকাবিলায় প্রশিক্ষণের অংশ হিসেবে এই সেনা সমাবেশ ঘটানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবারের ওই টেলিফোনের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, পুতিনের সঙ্গে কথোপকথনে প্রেসিডেন্ট বাইডেন দখলকৃত ক্রিমিয়া ও ইউক্রেনের সঙ্গে সীমান্তে সেনা সমাবেশ ঘটানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান। এ সময় তিনি রাশিয়ার প্রতি উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *