চকরিয়া কয়টি ইউনিয়ন। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন। কোনাখালী ইউনিয়ন। ঢেমুশিয়া ইউনিয়ন । পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ইয়াবা সাবান করার কারণে সন্ধ্যা নামে আসলে কিশোরদিনের আতঙ্ক বেড়ে যায় মোবাইল চিন্তায় ঘর চুরি ডাকাতি থেকে শুরু করে সম্পন্ন কিছু বেড়ে যাচ্ছে চকরিয়া থানার প্রশাসন নীরবে ঘুমাচ্ছে চকরিয়াতে কয়েকটি পুলিশ ফাঁড়ি থাকলো পুলিশ ফাঁড়ির দায়িত্বগত পুলিশ যারা আছে তারা রাত্রেবেলা মেইন রোডে ডিউটি করে গ্রামের ভিতরে আশেপাশে কোন রাস্তাতে ওরা ডিউটি করে না সেজন্য মাদক সেবনকারী ইয়াবা সেবনকারীরা চুরি ডাকাতি মোবাইল ছিনতাই করতে অনেক সুযোগ সুবিধা হয় তাদের বিস্তারিত অনলাইন তলাশে নিয়ে আসতেছি