মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার জামালপুর।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সমাবেশের অংশ হিসেবে সারাদেশের ন্যায় বিএনপি- জামাতের হরতাল, অগ্নিসন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম। সমাবেশে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের শেখ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান,উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন ও আসাদুল্লাহ আকাশসহ আরো অনেক।