ময়মনসিংহের হালুয়াঘাটে ঈসা নবী দাবি করা সন্দ্বীপ রিসিল পুলিশের হাতে আটক।
সে নিজেকে ঈসা নবী বলে দাবি করে আসছিলো। তার শরীরে ইসলাম ধর্মীয় পোশাকাদি থাকলেও তার ঘরে রয়েছে খ্রীষ্টধর্মীয় বিভিন্ন ধরনের ছবি। এর আগে সে খ্রীষ্ট ধর্মের অনুসারী ছিল। পরে ২০২১ সনে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে সে ইসলাম গ্রহণ করে।
সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামের বিমল আজিমের পুত্র।