এপ্রিল ২৬: উত্তর কোরিয়ার পিপলস রেভলুশনারি বাহিনী প্রতিষ্ঠার ৯০তম বার্ষিকীতে গতকাল (সোমবার) পিয়ংইয়ংয়ের কিম ইল সুং চত্বরে বড় আকারের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং-উন কুচকাওয়াজ-অনুষ্ঠানে বলেন, উত্তর কোরিয়া নিজের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং অন্য দেশের পারমাণবিক হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, জনগণের সুখী জীবন এবং দেশের গৌরব ও সাফল্যের জন্য অবিরাম প্রচেষ্টা চালানো হবে। (ইয়াং/আলিম/হাইমান)