ওয়ার্ডে ঘুইংগার হাট হযরত আলী মালেগো বাড়ী, মোঃ নাছির এর নিজ বাড়ীতে মিলাত ও দোয়ার বিশাল আয়োজন করা হচ্ছে।
বক্তার নাম ঃ মাওলানাঃ মোঃ আল ্আমিন
আয়োজনে ঃ ০১। মোঃ নাছির মাল,
০২। মোঃ কামাল মাল
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের চার দিনব্যাপী ওরস শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পীরের রওজা মোবারক জিয়ারতের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। গত বুধবার থেকে দেশ-বিদেশ থেকে আশেকান-জাকেরানসহ ভক্তবৃন্দ দরবার শরীফে আসতে শুরু করেছেন।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, দরবারের ৪২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মূল ভেন্যুতে অসংখ্য স্থাপনা ও সামিয়ানা, সুউচ্চ সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়েছে। ওরসের ৪ দিনে পর্যায়ক্রমে কয়েক লাখ মানুষ সমবেত হবেন বলে আশা করছেন জাকের মঞ্জিল কর্তৃপক্ষ। ওরস শরীফ উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও দরবার শরীফের পক্ষ থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা হয়েছে। শুক্রবার সকালে দরবার শরীফের শান্তি শৃঙ্খলা রক্ষাসহ পরিদর্শনে যান ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
মঙ্গলবার সকালে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর (কু:ছে:আ:) পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চারদিনের ওরস শেষ হবে।