উপজেলার উন্নয়ন করতেই উপজেলা নির্বাচনে পদপ্রার্থী হয়েছি- আলহাজ্ব বদিউজ্জামান

উপজেলার উন্নয়ন করতেই উপজেলা নির্বাচনে পদপ্রার্থী হয়েছি- আলহাজ্ব বদিউজ্জামান

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : দুর্গমচরাঞ্চল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে রানীপুরা মধ্যপাড়া চর এলাকায় গরিব দুঃখী মানুষের পাশে দাড়াতে তাদের খোজ খবর জানতে সফর সঙ্গী নিয়ে অবহেলিত এলাকায় পরিদর্শন করতে যান আসন্ন বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বদিউজ্জামান ফকির।

২৮শে মার্চ বৃহস্পতিবার বিকেলে চর এলাকা পরিদর্শন শেষে রানীপুরা মধ্যপাড়া মসজিদের পূর্বপাশে খোলা মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকির বলেন, চর এলাকায় অনেক গরিব দুঃখী অসহায় মানুষ বসবাস করে কিন্তু তাদের খোজ খবর কেউ নেয়না। আপনারা আমাকে যদি উপজেলা নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এমনকি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবো সেই সাথে এখানে আমাদের অনেক জমিজমা রয়েছে সেখান থেকে ২ বিঘা জমি মসজিদে দান করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আলোচনা সভায় মোঃ নূর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল হামিদ মন্ডল, বড়ধুল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ইয়াসিন মোল্লা, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক কামাল পারভেজ, ইউপি সদস্য জোসেফ সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোমজান আলী, আলহাজ্ব হাসেম আলী, ইমান আলী মোল্লা সহ অত্র গ্রামের ময়মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবক ও অন্যান্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *