রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা পার হতে নিয়ে ট্রাকের পিষ্ট হয়ে মনিজা খাতুন(৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া পৌর শহরের নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে ।
রবিবার( ৩ মার্চ) সকালে ওই নারী রাস্তা পার হবার সময় পাবনা গামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । ঘাতক ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ । মনিজা খাতুন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী ।
নিহত মনিজার ছেলে মনিরুল ইসলাম জানান, তার মা মনিজা তার অসুস্থ খালাকে নিয়ে ডাক্তার দেখাতে বাড়ী থেকে পাবনাতে যাচ্ছিল । উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে রাস্তা পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, পথচারী ওই নারী তার স্বজনদের নিয়ে রাস্তার পশ্চিম থেকে পূর্বপাড়ে যাচ্ছিলো । রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে পাবনা গামী একটি ট্রাকে ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।