উল্লাপাড়ায় নৌকায় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি শফিকুল ইসলাম শফি এর উঠান বৈঠক অনুষ্ঠিত

উল্লাপাড়ায় নৌকায় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি শফিকুল ইসলাম শফি এর উঠান বৈঠক অনুষ্ঠিত

সত্যের খোঁজে আমরা

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

মঙ্গলবার বিকেলে ২৬শে সেপ্টেম্বর কয়ড়া ইউনিয়নে কয়ড়া বাজার চত্বরে কয়ড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজল হকের সভাপতিত্বে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাংলাদেশে রোল মডেল হয়ে বিশ্বে ক্ষ্যতি অর্জন করেছে। কিন্ত তুলনামূলক উন্নয়ন উল্লাপাড়া আসনে কিছুই হয়নি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, এবারের নির্বাচন হবে কাঠে কুড়ালে তাই নৌকার মাঝি শক্ত না হলে নৌকা ভেসে যাবে। এজন্য সরকারের প্রতি আহবান উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা নবী নেওয়াজ খান বিনু, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আওয়ামী লীগ মানেই দেশের উন্নয়ন, কিভাবে দেশের উন্নয়ন হয় তার বাস্তব রুপ রেখার চিত্র সয়ং শেখ হাসিনা, দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছাতে নৌকায় ভোট দিন। আমরা কেন জামাত বিএনপিকে ভোট দিব? জামাত বিএনপি আগুন নিয়ে খেলা করে, সব কিছু পুড়িয়ে দেশকে ধ্বংস করতে চায় তাই জামাত বিএনপিকে বয়কট করে নৌকায় ভোট দিন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক শফিউল আলম হ্যাভেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুজ্জামান অলোক, কয়ড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক আহবায়ক সেলিম উদ্দিন, দুর্গানগর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক, পঞ্চকোশি ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, সলপ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি লিটন হোসেন বাবু,বাঙ্গালা ইউনিয়ন আওয়ামিলীগ বীর মুক্তিযোদ্ধা কেফাত আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিশিষ্ট সমাজ সেবক ও অত্র গ্রামের ময়মুরুব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *