শেষে কবরস্থানে যায়। সেখানে গিয়ে তার ভাইকে দাফন করানোর পর সে উপস্থিত সকলের সামনে
উচুঁ আওয়াজে বলে : "হে আল্লাহ! এখন সে আপনার উপর অর্পিত। আপনিই আদিল (ন্যায়পরায়ণ) এবং আহকামিল হাকিমিন (শাসকদের শাসক)।
তাই আমি আপনাকেই বলছি। সে যেভাবে আমাকে ৩০ বছর ধরে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছিল, সেভাবে আপনিও তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করুন।"
😭😭😭
আমি মনে করি, এই ঘটনাটি আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা। বান্দার হক অনেক কঠিন জিনিস। আপনার বোনদের সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন।
সংগৃহীত পোস্ট-