দিলদারের মেয়ে বলেছিলেন,'দিলদারের মেয়ে পরিচয় জানলে রিকশাওয়ালা পর্যন্ত টাকা নেন না।'দিলদার তার যুগের সাক্ষী,একজন জাত অভিনেতা হিসেবে নিজেকে দর্শকের সামনে তুলে ধরেছেন।
★১৯৪৫ সালে ১৩ই জানুয়ারী চাঁদপুরে দিলদারের জন্ম।
★১৯৭২ সালে "কেন এমন হয়" ছবি দিয়ে অভিনয় জগৎ এ পা রাখেন দিলদার।
★২০০৩ সালে 'তুমি শুধু আমার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
★দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম।তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।
★জনপ্রিয়তার কারণে দিলদারকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল "আবদুল্লাহ" নামে চলচ্চিত্র।
★দিলদার ''বেদের মেয়ে জোসনা,আনন্দ অশ্রু,বিক্ষোভ,অন্তরে অন্তরে,স্বপ্নের নায়ক,প্রাণের চেয়ে প্রিয়সহ অসংখ্য মুভিতে অভিনয় করেছেন।
★২০০৩ সালে ১৩ই জুলাই ৫৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন দিলদার।