একজন কর্মঠ তরতাজা তরুণ শেখ সুমনকে চুরির অভিযোগ করে ইউনিলিভারের

একজন কর্মঠ তরতাজা তরুণ শেখ সুমনকে চুরির অভিযোগ করে ইউনিলিভারের

জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা সঙ্গে যুক্ত কোম্পানির লোকজন পেটালো, পুলিশের হাতে তুলে দিয়ে সেখানেও পেটালো, তারপর পুলিশ নির্যাতন করতে করতে তার জীবন গেলো। একরাতের মধ্যে শেষ। স্বজনদের আর্তচিৎকারের মধ্যেই অভিযোগ- পুলিশ ৫ লাখ টাকা ঘুষ চেয়েছিলো না পেয়ে তাকে খুন করেছে। তাদের সাথে ক্ষোভে প্রশ্নে যোগ দিলেন এলাকার বহু মানুষ। যথারীতি ছাত্রলীগ এসে হামলা করলো তাদের ওপর। সুমনের বউ-এর কান্না আর ছোটাছুটি একসাথেই, বিচার চেয়ে লাশ চেয়ে। পুলিশ মামলা নেবে না, আদালতও নিল না। পুলিশ দাঁড়িয়ে দাফন করে সব শেষ করলো। এভাবে চলতেই থাকবে? থানায় থানায় আয়নাঘর হবে?

তদন্ত বিচারের সব পথ যখন বন্ধ তখন উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও বিচারের উদ্যোগ নেবে না কেন? (ছবি: প্রথম আলো)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *