তারা প্রশংসার দাবিদার।অপু বিশ্বাস এবং পরী মণি আবেগের বশে অনেক কিছুই বলে ফেলেন কিন্তু বুবলী নিজের আবেগকে হয়তো যত্ন করে লুকাতে জানেন, বেশি কিছু বলে না।কিন্তু,তাকেও ক্যামেরার সামনে কাঁদতে দেখেছে দর্শক।😐
নায়িকার বাইরে তারাও তো একজন ব্যক্তি মানুষ,তাদেরও দুঃখ-কষ্ট হয়/আছে।নায়িকা হিসেবে তারা কতটা সফল সেদিকে না গেলেও একজন মা হিসেবে তারা শতভাগ সফল।সন্তাদের জন্য তাদের এই ডেডিকেশনকে সম্মান জানাই,ভালো থাকুক..!!🥰