ভোলা চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে গত ২ আগষ্ট বুধবার রাতে জেলে ভাইয়েরা মাছ শিকারে যাওয়ার সময় নদীতে ভাসমান অবস্থায় একটি মহিষ পেয়েছেন,বর্তমানে মহিষটি শশীভুষন থানার দায়িত্ব রয়েছে,কাহারো মহিষ হারিয়ে গেলে সঠিক তথ্য প্রমাণ দিয়ে মহিষটি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো।
অনুরোধ ক্রমে এম এনামুল হক অফিসার ইন চার্জ শশীভুষন থানা।
এইচ এম নোমান
চরফ্যাশন ব্যুরো প্রধান
দৈনিক সত্যের খোঁজে আমরা
এর ওয়াল থেকে জনস্বার্থে কপি পোস্ট