যাওয়া সন্তানকে ফিরিয়ে দিতে পারে তার মায়ের কোলে।
ছেলেটির নাম আবু রায়হান। বয়স চৌদ্দ বছর। চার মাস আগে মিরপুর ১০ নাম্বারের একটি মাদ্রাসা থেকে হারিয়ে যায়। তার পিতা একজন সেনা সদস্য৷ গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুর থানার শ্রীনগর গ্রামে। ছেলেটির মা রাস্তায় ঘুরে ঘুরে প্রতিদিন ছেলেটির সন্ধান করছেন। কেউ যদি ছেলেটির সন্ধান পান দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন।০১৮১৫২২৭৩৭৫