আল্লাহ পাকের কত বড় নিয়ামত।কারো ক্ষতি না করে,ধন ধৌলত এর পিছনে না ছুটে শুধু সুস্থতার জন্য আল্লাহ পাকে কাছে সদা প্রার্থনা করে সুস্থ জীবন উপভোগ জরুরী।কাজের চাপে ভুলেই গিয়েছিলাম শরীরের রক্ষনাবেক্ষন কতটা জরুরী।আলহামদুলিল্লাহ বাসায় এসেছি।রেষ্ট এ আছি।অনেক মেডিসিন খেতে হচ্ছে।সবাই সবার জন্য এই পবিত্র রমজানে সুস্থতার জন্য দোয়া করবেন।বেঁচে আছি এটাই আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া।